ভর সন্ধ্যেবেলা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তৈয়ব আলী ৫৭ বছর বয়স। ৬১ কাজীপাড়া লেন একটি আবাসনে ফ্ল্যাট ফ্লোরের বাসিন্দা, চাঁদনীতে ইলেকট্রনিক্স এর ব্যবসা।হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা তৈয়ব কে মৃত বলে ঘোষণা করেন । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেউ এসে চপার দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায় । শিবপুর থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে , আশেপাশের ভিডিও ফুটেজ সিসিটিভি ফুটেজ তদন্ত করে দেখছেন। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তার পরিচিতই কোন ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এসে তাকে খুন করে।
Howrah: ভর সন্ধ্যেবেলায় ব্যাবসায়ী খুন হাওড়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া