ভারতের তৃতীয় চন্দ্র অভিযান (Chandrayaan 3) এর উৎক্ষেপণ সফল হলো। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর ২টা বেজে ৩৫ মিনিটে চাঁদের দক্ষিণ পিঠের উদ্ধেশ্যে রওনা দেয় চন্দ্রযান ৩।(Chandrayaan 3) সফল উৎক্ষেপণ এর রুদ্ধশ্বাস কিছু মুহুর্ত কেটে যাওয়ার ঘোর ভাঙতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে ইসরোর বিজ্ঞানীরা।(Chandrayaan 3) কারোর আবেগে চোখ ভিজে ওঠে তো কেউ হাততালি দিয়ে লাফিয়ে উঠতে দেখা যায় ভারতের ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের । চন্দ্রযান ৩ এর সফলতা কামনায় ইতিমধ্যেই দক্ষিণের বিখ্যাত তিরুপতির মন্দিরে পুজো দেন বিজ্ঞানীদের দল। চন্দ্রযান-৩-এর একটি ছোট রেপ্লিকা মডেল নিয়ে তাঁরা পুজো দেন বৃহস্পতিবার। পাশাপাশি এদিন উৎক্ষেপণ কেন্দ্রের বাইরে থাকা হাজার হাজার দর্শক কে ও আনন্দে আত্মহারা হয়ে উঠতে দেখা যায়।
চাঁদের মাটিতে ধীরে ধীরে নিরাপদে মহাকাশ যান অবতরণের কাজটি খুবই দুরুহ ব্যাপার। চন্দ্রযান ৩ যদি সফলভাবে সেই কাজটি করতে পারে তবে ভারত চতুর্থ দেশের মর্যাদা পাবে। এর আগে ২০১৯ সালে ব্যর্থ হয়েছিল ইসরো। সেই ভুল ত্রুটি গুলো খুব খুঁটিয়ে বিশ্লেষণ করে এবার সেগুলি নিখুঁত করা হয়েছে বলে দাবি করেছে ইসরো। জানা যায়, চন্দ্রযান ২ অভিযানের ব্যর্থতার কারণ ছিল , অবতরণের সময় ঝাকুনি লেগে কাত হয়ে যায় বিক্রম।
যার ফলে চাঁদের বুকেই ভেঙে পড়ে বিক্রম। চন্দ্রযান্তীর উৎক্ষেপণের ১৬ মিনিট পর রকেট থেকে উৎক্ষেপক অংশটি খসে যাবে। এরপর চন্দ্রযান ৩ পৃথিবীর কক্ষপথে ৫ থেকে ৬ বার উপবৃত্তাকার চক্রে প্রদক্ষিণ করবে। নিকটতম ১৭০ কিমি এবং দূরতম ৩৬ হাজার ৫০০ কিলোমিটার দূরত্বে প্রদক্ষিণ করে চন্দ্র এর কক্ষপথে প্রবেশ করবে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, চন্দ্রযান ৩ উৎক্ষেপণ সফল হল। কক্ষপথে যাত্রা করে আগামী ২৩ শে আগস্ট চাঁদের মাটিতে নামবে এই যান বলে তিনি উল্লেখ করেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper