Breaking News

Chitraganda Chakraborty: বেরিয়ে রয়েছে বক্ষের অর্ধাংশ, বিছানায় শরীরী এলিয়ে অভিনেত্রী চিত্রাঙ্গদা, ভাইরাল সেই ছবি

অভিনয়ের জন্য বা ব্যক্তিগত কারণে দুই ক্ষেত্রেই প্রথম থেকে নিজেকে সাহসী হিসেবেই পরিচিত করে তুলেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা। ফের সাহসী অবতারে ছবি পোস্ট করে রাতের ঘুম উড়িয়েছেন চিত্রাঙ্গদা শতরূপা। বিকিনি হোক কিংবা ব্রালেট হট পোজে ভক্তদের ঘুম কাড়তে সিদ্ধহস্ত অভিনেত্রী চিত্রাঙ্গদা। তবে এবার বিকিনিতে নয়, বরং স্লিভলেস টপ পরে নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন চিত্রাঙ্গদা, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বোল্ড অবতারে চিত্রাঙ্গদাকে দেখে রীতিমতো ঘাম ঝরছে ভক্তদের।বরাবরই সাহসী হট সেনসেশন চিত্রাঙ্গদা চক্রবর্তী যিনি চিত্রাঙ্গদা শতরূপা নামে পরিচিত। তিনি ঠিক কতটা সাহসী তা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই স্পষ্ট ধরা পড়ে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সদ্য বিবাহিত নায়িকা। এলোমেলা চুল, বুকের অর্ধাংশই বেরিয়ে রয়েছে, টিউব টপ পরেই ধবধবে সাদা বিছানায় শরীর এলিয়ে পোজ দিয়েছেন চিত্রাঙ্গদা। তাকে দেখে রীতিমতো ঘাম ঝরছে ভক্তদের। অভিনেত্রীর শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।