চুরির তাণ্ডব (Alipurduar) বাড়ছে শামুকতলা বাজার এলাকায়। গাড়ির ব্যাটারি চুরি নিয়ে শামুকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন গাড়ির মালিক এমনটাই জানা গেছে বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ। শামুকতলা ধান হাটি কালীবাড়ি প্রাঙ্গনে বেশ কিছু গাড়ি রাতের বেলায় থাকে। মঙ্গলবার গভীর রাতে একটি ছোট পণ্যবাহী গাড়ির ব্যাটারি চুরির পর পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। এদিকে গাড়ি চালকদের কাছ থেকে জানা গেছে বেশ কিছুদিন যাবৎ চোরের তাণ্ডব বেড়েছে কালীবাড়ি প্রাঙ্গণে। মাঝেমধ্যেই গাড়ি থেকে পেট্রোল ডিজেল চুরি হয়ে যেত রাতের অন্ধকারে। বেশ কয়েকদিন যাবত পেট্রোল ডিজেল চুরি বন্ধ রয়েছে এবার ব্যাটারি চুরি শুরু হয়েছে নতুন করে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন গাড়ি ব্যবসায়ীরা।
Alipurduar: চুরির তাণ্ডব বাড়ছে শামুকতলা বাজার এলাকায়
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper