শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

CoochBehar: এগারো দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি ভারতের ছাত্র ফেডারেশনের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: এগারো দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি ভারতের ছাত্র ফেডারেশনেরজেলার ছাত্র ছাত্রীদের (CoochBehar) স্বার্থে শুক্রবার এগারো দফা দাবিতে জেলাশাসককে স্মারকলিপি দিলো ভারতের ছাত্র ফেডারেশনের কোচবিহার জেলা কমিটির প্রতিনিধি দল।(CoochBehar) সংগঠনের জেলা সম্পাদক প্রনয় কার্যী জানান তাদের দাবীগুলির মধ্যে রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ, জেলার কলেজগুলিতে বহিরাগতদের দৌরাত্ম বন্ধ করে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ছাত্র সংসদ নির্বাচন এর ব্যবস্থা করা, কলেজগুলিতে সেমিস্টার ফি কমানো ও সরকারি নির্দেশ অমান্য করে বর্ধিত ফি নেওয়া প্রত্যাহার করা, নতুন জাতীয় শিক্ষানীতি বাতিল করা, দিনহাটা ও সিতাই এর প্রস্তাবিত কলেজ গুলিতে অবিলম্বে পঠন পাঠন চালুর ব্যবস্থা করা, কোচবিহারে একটি আর্ট কলেজ, তুফানগঞ্জে একটি মহিলা কলেজ স্থাপন করা সহ আরও গুচ্ছ দাবি। জেলাশাসক পবন কাদিয়ান স্মারকলিপি গ্রহন করে জানান বিষয়গুলি বিবেচনার জন্য তিনি স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।