কোচবিহার জেলার তুফানগঞ্জ (CoochBehar) মহকুমার বারোকোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লাঙ্গল্গ্রাম রহেকে লেবুগ্রাম পর্যন্ত এগারো কিলোমিটারের বেশী দীর্ঘ একটি রাস্তার কাজের শুভ সূচনা করেন কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রোগী কল্যান সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার এই রাস্তার কাজের সূচনা করে তিনি জানান পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের আর্থিক আনুকুল্যে এই রাস্তাটি নির্মিত হবে। নির্মানে ব্যয় হবে তেরো কোটি টাকা। রাস্তাটি নির্মানের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন। তাদের দাবিকে মান্যতা দিয়ে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশী বাসিন্দারা। রাস্তাটির নির্মান কাজ সমাপ্ত হলে বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতে ও পণ্য পরিবহনের সুবিধা হবে। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এলাকার বিশিষ্টজনেরা।
CoochBehar: এগারো কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজের সূচনা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার