Breaking News

Mamata Banerjee: কোচবিহারে পঞ্চায়েত নির্বাচনীর প্রচারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার

পঞ্চায়েত নির্বাচনীর (Mamata Banerjee) প্রচারে কোচবিহারে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee) রবিবার হাসিমারা থেকে হেলিকপ্টারে কোচবিহারে পৌঁছন তিনি।Mamata Banerjee: কোচবিহারে পঞ্চায়েত নির্বাচনীর প্রচারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শহরের এবিএন শীল কলেজের মাঠে তৈরি হেলিপ্যাডে নামে মুখ্যমন্ত্রীর কপ্টার। রবিবার বিকেল আনুমানিক পৌনে পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রীকে নিয়ে ওই হেলিকপ্টার কোচবিহারে পৌঁছায়। হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী স্বাগত জানাতে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এবিএন শীল কলেজ থেকে গাড়িতে কোচবিহারের একটি বেসরকারি হোটেলে যান তিনি।সেখানেই রাত্রে থাকার কথা মুখ্যমন্ত্রীর।সোমবার সকালে কোচবিহার থেকে সরাসরি কপ্টারে চান্দামারীর সভায় যাবেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।