Breaking News

CoochBehar: কোচবিহার শহরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: কোচবিহার শহরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক মহাষষ্ঠীর দিন সকালে চারটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম তপন সরকার। জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ কোচবিহার শহরের মিনি বাস স্ট্যান্ড এলাকায় নজরদারি চালিয়ে ঐ যুবককে গ্রেফতার করে।তার কাছ থেকে উদ্ধার হয় দুটি সাত মিলিমিটার পিস্তল, একটি রিভলবার, একটি দেশী ওয়ান শটার পিস্তল এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ। পুলিশ যুবকের বিরুদ্ধে বে আইনী অস্ত্র রাখার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।