কোচবিহার (CoochBehar) জেলার সিতাই থানায় ভারত বাংলাদেশ সীমান্তের চামটা এলাকায় চোরা পাচারকারীদের গাঁজা পাচার ভেস্তে গেলো বি এস এফ এর তৎপরতায়। জানা গেছে রবিবার সীমান্ত এলাকায় চোরা পাচারকারীরা গাঁজা পাচারের চেষ্টা করছিলো। সেই সময় সীমান্তে কর্তব্যরত বি এস এফ এর আটাত্তর নম্বর ব্যাটালিয়ন এর জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা গাঁজার ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। জওয়ানরা ব্যাগ থেকে উদ্ধার করেন বারো কেজি দুশো পঞ্চাশ গ্রাম গাঁজা, একটি দেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি। বি এস এফ পাচারকারীদের সন্ধানে তল্লাশী জারি রেখেছে।
CoochBehar: ভারত বাংলাদেশ সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ গাঁজা উদ্ধার করলো বি এস এফ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper