Breaking News

CoochBehar: কোচবিহারের চকচকায় বৃহস্পতিবার রাতে গুলি কান্ডে গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: কোচবিহারের চকচকায় বৃহস্পতিবার রাতে গুলি কান্ডে গ্রেপ্তার দুইবৃহস্পতিবার (CoochBehar) রাতে কোচবিহারের চকচকায় কোচবিহার দুই নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে’র উপর গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা। গুলিতে রাজু দে আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত তুলে নিয়ে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন আছেন রাজু দে। গুলি চালনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনার তদন্তে নামে। ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার হয় গুলি কান্ডে ব্যবহৃত গাড়িটি। গাড়িটির মালিক কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলে জানা গেছে। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক গুলি চালনা কান্ডে বিধায়কের দিকে অভিযোগ এর আঙ্গুল তুলেছেন। অপরদিকে বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেন। শুক্রবার কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলন করে জানান গুলি চালনার ঘটনায় চারজন অভিযুক্তের নাম এফ আই আরে রয়েছে। এই চার জনের মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দীপঙ্কর রায় ও উত্তম গুপ্ত। পুলিশ সুপার আরও জানান বাকী দুজনের খোঁজে তল্লাশী চলছে এবং খুব শীঘ্রই তারাও গ্রেপ্তার হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।