কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা শহরে হোটেল সহ বিভিন্ন খাবারের দোকানগুলিতে শনিবার অভিযান চালান তুফানগঞ্জ মহকুমা স্বাস্থ্য দপ্তরের একঝাঁক কর্মী। জানা গেছে খাবারের দোকানগুলিতে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি সহ ক্রেতাদের তা স্বাস্থ্য বিধি মেনে পরিবেশন করা হচ্ছে কিনা সেসব খতিয়ে দেখতেই এই অভিযান। পাশাপাশি দোকানগুলির সঠিকভাবে সরকারি খাদ্য লাইসেন্স রয়েছে কিনা, খাদ্য লাইসেন্স সময়মত পুনঃ নবীকরন করানো হয়েছে কিনা এসব বিষয়ও দেখা হয়। দোকান মালিকদের সরকারি বিধি মেনে স্বাস্থ্য সম্মতভাবে খাদ্য পরিবেশনের পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এধরনের অভিযান লাগাতার চলবে।
CoochBehar: স্বাস্থ্য কর্মীদের অভিযান খাবারের দোকানে ,কোচবিহার জেলার তুফানগঞ্জে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper