রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর উৎসাহ এবং অনুপ্রেরনায় শুক্রবার কোচবিহার রবীন্দ্র ভবনে আয়োজিত হল জেলার লোকশিল্পীদের নিয়ে এক দিবসীয় কর্মশালা। প্রদীপ জ্বালিয়ে এদিন এই কর্মশালার উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য বিনয় কৃষ্ণ বর্মন, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক এবং জেলা প্রশাসনের আধিকারিকগন।
CoochBehar: লোকশিল্পীদের এক দিবসীয় কর্মশালা কোচবিহারে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper