শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

CoochBehar: অবৈধ আতশবাজির বিরুদ্ধে অভিযান পুলিশের,বাজেয়াপ্ত প্রচুর শব্দবাজি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: অবৈধ আতশবাজির বিরুদ্ধে অভিযান পুলিশের,বাজেয়াপ্ত প্রচুর শব্দবাজি কোচবিহার জেলা পুলিশের (CoochBehar) দিনহাটা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার দিনহাটা শহরের বিভিন্ন এলাকা সহ ভেটাগুড়ি বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে। অপরদিকে মাথাভাঙ্গা থানার অন্তর্গত নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ নিশিগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে নয়টি বস্তায় রাখা প্রচুর আতশবাজি। পুলিশ সূত্রে জানা গেছে এই সমস্ত আতশবাজি অবৈধভাবে মজুত করা হয় দীপাবলী উপলক্ষ্যে বিক্রির জন্য। কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের অভিযানের আঁচ পেয়ে মজুতকারীরা পালিয়ে যায়। পুলিশ জেলাজুড়ে অবৈধ আতশবাজির বিরুদ্ধে অভিযান জারী রেখেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।