শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

CoochBehar: পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর অবৈধ কফ সিরাপ, গ্রেপ্তার চালক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর অবৈধ কফ সিরাপ, গ্রেপ্তার চালক কোচবিহার (CoochBehar) জেলা পুলিশের কোতোয়ালি থানার পুলিশ মঙ্গলবার রাতে থানা এলাকার ধলুয়াবাড়িতে ঘুঘুমারী দিনহাটা রাজ্য সড়কে অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ি থেকে উদ্ধার হয় একান্নটি প্যাকেটে রাখা সাত হাজার ছশো পঞ্চাশ বোতল অবৈধ কফ সিরাপ। গ্রেপ্তার করা হয় গাড়ি চালককে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার ও গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃত চালকের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।