কোচবিহার (CoochBehar) জেলা পুলিশের পুন্ডিবাড়ি থানা ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে সোমবার কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথিতে আয়োজিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এই কর্মসূচি অনুসারে খাগড়াবাড়ি মোড় থেকে পুন্ডিবাড়ি থানা পর্যন্ত একটি মোটরসাইকেল র্যালি আয়োজিত হয়। কুড়ি জন হেলমেটবিহীন বাইক চালককে বিতরন করা হয় হেলমেট। পথচলতি সমস্ত যানবাহনে লাগানো হয় সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার। পথ নিরাপত্তা আইন সম্পর্কে যানবাহন চালক ও সাধারন মানুষজনকে সচেতন করা হয়। ডি এস পি ট্রাফিক জানান পথ দূর্ঘটনা কমানোর লক্ষ্যে এই কর্মসূচি। উপস্থিত ছিলেন ডি এস পি ট্রাফিক, পুন্ডিবাড়ি থানার ওসি সোনম মাহেশ্ব্ররী সহ অন্যান্য পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মী ও এলাকার বিশিষ্টজনেরা।
CoochBehar: পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার