গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে (CoochBehar) বৃহস্পতিবার ভোরে কোচবিহার জেলা পুলিশের বক্সিরহাট থানার পুলিশ একটি পিক আপ ভ্যান আটক করে তল্লাশী চালিয়ে পিক আপ ভ্যান থেকে উদ্ধার করে বস্তা বোঝাই অবৈধ কফ সিরাপের বোতল। পুলিশ সূত্রে জানা গেছে বস্তাগুলিতে মোট ঊনিশ হাজার পাঁচশো নিষিদ্ধ কফ সিরাপের বোতল ছিলো। গ্রেপ্তার করা হয় পিক আপ ভ্যানে থাকা চার জনকে। পিক আপ ভ্যান সহ কফ সিরাপের বোতল বাজেয়াপ্ত ও চারজনের গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে পেশ করা হয়েছে। এই বিপুল পরিমান নিষিদ্ধ কফ সিরাপ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই চক্রে আর কারা জড়িত আছে সেসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
CoochBehar: উদ্ধার ঊনিশ হাজার পাঁচশো বোতল অবৈধ কফ সিরাপ, গ্রেপ্তার চার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার