সোমবার এক (coochbehar) অনুষ্ঠানের মাধ্যমে একটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী তার বিধানসভা কেন্দ্রের আটিয়াবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফকিরেরতকেয়া তে এই রাস্তার কজের সুচনা করেন। মন্ত্রী জানান রাজ্য পূর্ত দপ্তরের আর্থিক সহায়তায় এই রাস্তাটির কাজ হবে। ফকিরেরতকেয়া থেকে শুকারুরকুঠির কুর্শাবাজার পর্যন্ত এই রাস্তাটি নির্মানে ব্যয় হবে সাতাশ কোটি আঠাশ লক্ষ টাকা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে রাস্তাটির কাজের সূচনা হওয়ায় খুশী বাসিন্দারা।
coochbehar: রাস্তার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার