দু সপ্তাহ ধরে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে কোচবিহার জেলা পুলিশ নষ্ট করলো প্রায় তেইশশো বিঘা জমির গাঁজা গাছ। পুলিশ সূত্রে জানা গেছে অবৈধ গাঁজা সংস্কৃতির বিরুদ্ধে তাদের অভিযান জারী থাকবে। জেলাজুড়ে এই অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমান গাঁজা চাষ নষ্ট করতে সক্ষম হয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।
CoochBehar: অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় তেইশশো বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করলো পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার