দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে গিয়ে কর্মীসভা করলেন (CoochBehar TMC) তৃণমূলের কোচবিহার (CoochBehar TMC)জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মমঙ্গলবার কোচবিহারের মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে উপস্থিত ছিলেন। এদিন স্থানীয় মধুপুর শঙ্করদেব মন্দিরে পূজো দিয়ে কর্মসূচী শুরু করেন। দিনভর এলাকার সাধারন মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং সাধারন মানুষ সরকারি পরিষেবা গুলো স্বচ্ছভাবে পাচ্ছেন কিনা সেসব বিষয়ে খোঁজ খবর নেন। বিকালে কালোপানি এলাকায় তিনি কর্মীসভা করেন। কর্মী সভায় তিনি জানান সাধারন মানুষের স্থানীয় সমস্যাগুলি দূর করার জন্য প্রশাসনিক পর্যায়ে আলোচনা করে সেগুলি সমাধানে সচেষ্ট হবেন এবং সরকারি পরিষেবা থেকে কেউ যাতে বঞ্চিত না হন সে বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহনের আস্বাস দেন।
CoochBehar TMC: দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে কর্মীসভা করলেন তৃণমূলের জেলা সভাপতি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার