কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীশিথ প্রামানিকের বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলো কোচবিহার জেলা তৃণমুল। কোচবিহার জেলা তৃণমুল কংগ্রেস এর সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান ২০২২ সালের ২৪ ডিসেম্বর দিনহাটা মহকুমার গীতালদহ ভারবান্দা গ্রামের নিরীহ যুবক প্রেম কুমার বর্মন কে চোরা কারবারি সন্দেহে বি এস এফ গুলি করে নৃশংস ভাবে হত্যা করে। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামগুলির বাসিন্দাদের উপর প্রতিনিয়ত বি এস এফ বিভিন্নভাবে অত্যাচার চালায়। প্রেম কুমারের হত্যাকারীর কঠোর শাস্তি ও সীমান্ত এলাকার বাসিন্দাদের উপর অত্যাচার বন্ধের দাবীতে এই বিক্ষোভ প্রদর্শন। তিনি আরও জানান পুলিশী বিধি নিষেধ মেনেই এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে তৃণমূলের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
CoochBehar TMC: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীশিথ প্রামানিকের বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশ তৃণমূলের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper