কোচবিহার জেলা (CoochBehar)পুলিশের পুন্ডিবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক দুই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় ২২.০৫৫ কেজি গাঁজা। অভিযানে নেতৃত্ব দেন পুন্ডিবাড়ি থানার ওসি সোনম মহেশ্বরী। জানা গেছে গাঁজা উদ্ধার করে বাজেয়াপ্ত ও আটক ব্যক্তিদের গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল ধৃতদের আদালতে পাঠানো হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
CoochBehar: উদ্ধার গাঁজা, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার