Breaking News

CoochBehar: উদ্ধার চুরি নগদ টাকা সহ যাওয়া কয়েক লক্ষ টাকার সোনার গহনা, গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: উদ্ধার চুরি নগদ টাকা সহ যাওয়া কয়েক লক্ষ টাকার সোনার গহনা, গ্রেপ্তার এক কোচবিহার জেলার (CoochBehar)  দিনহাটা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ও তার হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া নগদ টাকা সহ কয়েকলক্ষ টাকার সোনার গহনা। শনিবার দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিক সম্মেলন করে জানান বৃহস্পতিবার রাত একটা নাগাদ থানা এলাকার কোয়ালিদহের বাসিন্দা পার্থ সরকার ও তার স্ত্রী থানায় এসে অভিযোগ দায়ের করে জানান তারা বাড়ি তালাবন্ধ করে বিয়ের নিমন্ত্রনে গেছিলেন। ফিরে এসে তারা দেখতে পান গেট, ঘর ও ঘরের আলমারির তালা ভাঙ্গা ও আলমারি থেকে নগদ টাকা সহ বেশ কিছু সোনার গহনা চুরি গেছে। অভিযোগ পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। ঘটনাস্থলে পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায় সে বসে বসে নেশা করছিলো। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ও জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে ধৃত চুরির বিষয়টি স্বীকার করে ও সেগুলি কোথায় আছে তা জানায়। পুলিশ তার কথামতো চুরির সমস্ত সামগ্রী উদ্ধার করে। চুরির সামগ্রীর মধ্যে রয়েছে নগদ ছয় হাজার পাঁচশো টাকা, তিনট আংটি, একটি গলার চেইন, কয়েকজোড়া কানের দুল। ধৃতের নাম মনোজিত সরকার। মহকুমা পুলিশ আধিকারিক জানান ধৃতকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হবে। তাকে রিমান্ডে নিয়ে জেরা করে জানতে চাওয়া হবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা। পুলিশ চুরির এক ঘন্টার মধ্যে বমাল চোরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে বলে দাবি মহকুমা পুলিশ আধিকারিকের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।