শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

CoochBehar: ভাইরাল জ্বরের প্রকোপ বাড়ছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে

রিপোর্ট : প্রদীপ কুন্ডু, এই যুগ, কোচবিহার

সম্প্রতি লাগাতার বর্ষণে বন্যা (CoochBehar)পরিস্থিতি তৈরি হয়েছিল তুফানগঞ্জ মহকুমা জুড়ে। খাল বিল পুকুর ডোবায় জল জমে, জন্ম হয়েছে মশার লার্ভার।(CoochBehar) এদিকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতেই, ভাইরাল জ্বরের প্রকোপ বেড়েছে (CoochBehar) তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে অন্তর বিভাগ এবং হাসপাতালে বহিঃ বিভাগে, অধিকাংশ রোগী জ্বরের। হাসপাতালের অধিকাংশ বেডে ভর্তি রয়েছে জ্বরের রোগী।CoochBehar: ভাইরাল জ্বরের প্রকোপ বাড়ছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ,চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু

এই অবস্থায় রাতে মশারি টানানো সহ, একাধিক সচেতনতামূলক বার্তা দিচ্ছেন চিকিৎসকরা। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে সুপার ডঃ মৃণাল কান্তি অধিকারী তিনি জানান ভাইরাল জ্বর সহ যারা জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হচ্ছে তাদের ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড সহ বিভিন্ন জ্বরের টেস্ট গুলি করানো হচ্ছে এছাড়া বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসা পরিষেবা নিতে আসছে।

কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুকান্ত বিশ্বাস তিনি সংবাদ মাধ্যমকে জানান কোচবিহার জেলায় চারটি মহকুমা হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের রক্ত পরীক্ষা করা হচ্ছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল, দিনহাটা মহকুমা হাসপাতাল, মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল, ও মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে এছাড়াও কোচবিহার এমজজে এন হাসপাতাল ও মেডিকেল কলেজেও করা হচ্ছে। যারা ভর্তি রয়েছে তাদের নিয়মিত ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও জ্বরের রোগীদের ভর্তির ক্ষেত্রে একটি আলাদা অংশকে চিহ্নিত করণ করে রাখা হয়েছে।

অপরদিকে রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুর প্রকোপ রুখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে তুফানগঞ্জ পৌরসভা। এ ব্যাপারে তুফানগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন জানান, ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে পৌর স্বাস্থ্য কর্মীরা ইতিমধ্যেই শহরের বিভিন্ন ওয়ার্ড গুলিতে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ব্যক্তিদের স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন, বা কেউ কোথায় যদি জ্বরে আক্রান্ত হয়ে থাকে তার চিকিৎসায় সহায়তা করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে এছাড়াও পৌরসভার জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীরা শহরের বিভিন্ন হাইড্রেন থেকে শুরু করে বিভিন্ন এলাকার জঞ্জাল সাফাই ইতিমধ্যেই শুরু করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।