ভাটপাড়া দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। মঙ্গলবার বিকেলে ভাটপাড়া থানার সামনে পথ অবরোধে অংশ নিয়ে এমনই অভিযোগ করলেন বাম নেত্রী গার্গী চ্যাটার্জি। এদিন সকালে ভাটপাড়ার প্রেমচাঁদনগরে বোমা ফেটে এক নিরীহ বালকের মৃত্যু হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এদিন বিকেলে ভাটপাড়া থানার সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিআইএম। এদিনের পথ অবরোধ কর্মসূচিতে হাজির ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি ও সায়নদীপ মিত্র, উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য রঞ্জিত মন্ডল, ভাটপাড়া-জগদ্দল এরিয়া কমিটির সম্পাদক নারায়ন রায়, যুব নেতা অভি কর, গৌরাঙ্গ দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ। ৩০ মিনিট অবরোধ চলার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে ঘোষপাড়া রোডে যান চলাচল স্বাভাবিক করে। বাম নেত্রী গার্গী চ্যাটার্জি এদিন ক্ষোভের সঙ্গে বলেন, ভাটপাড়া দুষ্কৃতীদের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে। ভাটপাড়ায় বোমা-গুলি শিল্পের প্রসার ঘটেছে। প্রশাসনের ওপর তাদের বিন্দুমাত্র ভরসা নেই। গার্গীর দাবি, ভাটপাড়ায় শান্তির দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে ।
Gargi Chatterjee CPIM: ভাটপাড়া দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে অভিযোগ বাম নেত্রী গার্গী চ্যাটার্জির
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper