শিলিগুড়ি (cpim) পুরনিগমের বিরুদ্ধে ফের সরব বামেরা। ইতিমধ্যেই একাধিক বিষয়ে পুরনিগমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বাম নেতৃত্বরা। এবার সেই অভিযোগগুলোকে সামনে রেখেই অবস্থান বিক্ষোভের ডাক দার্জিলিং জেলা সিপিআই (এম)-এর। মঙ্গলবার অনিল বিশ্বাস ভবনে একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সেই কথা জানালেন দার্জিলিং জেলা বামফ্রন্ট সম্পাদক সমন পাঠক। তিনি জানান আগামীকাল অর্থাৎ বুধবার শিলিগুড়ির সফদর হাসমি চকে দুপুর ৩টে থেকে ৫ ঘন্টার জন্য এই অবস্থান বিক্ষোব করা হবে। যেখানে পুরনিগমের বিরুদ্ধে অবৈধ নির্মাণ, যানজট সমস্যা, জল কষ্ট সহ মোট ১১ টি অভিযোগকে সামনে রেখে তাদের এই অবস্থান বিক্ষোব বলে জানা যায়।
Darjeeling cpim: শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে এবার অবস্থান বিক্ষোভের ডাক দার্জিলিং জেলা সিপিআই (এম)-এর
রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper