গত ২৩ আগস্ট দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির লাগোয়া রেলের জবরদখল জমি খালি করতে এসে বাধার মুখে পড়তে হয়েছিল রেল প্রশাসন। বুধবার ফের একই ঘটনা ঘটলো। জেসিবির সামনেই মহিলারা শুয়ে পড়ে চিৎকার করে বললেন গায়ের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন। তবুও তারা সেখান থেকে নড়বেন না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে দখিনেশ্বর মন্দির সংলগ্ন রেলের জমিতে ৫০-৬০ বছর ধরে ৩০০ থেকে ৩৫০ পরিবার বসবাস করছেন। সকলেই নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। অভিযোগ, নোটিশ ছাড়াই এদিন জেসিবি নিয়ে রেল অধিকারিকরা বস্তি খালি করতে যায়। কিন্তু স্থানীয়দের বাধায় পিছু হটতে হয় রেল প্রশাসনকে। এদিন বাসিন্দাদের আন্দোলনের পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অরিন্দম ভৌমিক। বিক্ষোভকারীদের দাবি, জোর করে উচ্ছেদ করা যাবে না। পুর্নবাসন দিলেই তারা শান্তিপূর্ণভাবে রেল কলোনি ছেড়ে দেবেন। রেলের জমি দখলমুক্ত প্রসঙ্গে বিজেপির উত্তর ২৪ পরগনা জেলার আহ্বায়ক জয় সাহা বলেন, উন্নয়নের ক্ষেত্রে রেলের জমির দরকার হলে, তা খালি করে দিতে হবে। রাজ্য সরকারেরও দ্বায়িত্ব আছে, রেলের দখল জমি খালি করে ওখানকার বাসিন্দাদের থাকবার জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া।
Dakshineswar: জেসিবি নিয়ে দক্ষিণেশ্বরে রেল বস্তি উচ্ছেদে এসে বাধা পেয়ে পিছু হটল রেল প্রশাসন
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর