অস্কারের রেড কার্পেট সারা পৃথিবীর বিনোদন জগতের কাছে একটা অন্যতম আকর্ষণীয়া বিষয় (Deepika Padukone)। অস্কারের রেড কার্পেটে কে কাকে টেক্কা দেবে,এই নিয়ে চলতে থাকে বিস্তর চর্চা। সকল তারকারা নিজ নিজ স্টাইলে দর্শকদের নজর কেড়ে নেন।
(Deepika Padukone) এবার ভারতীয় সুন্দরী হিসেবে সকলের মনে জায়গা করে নিলেন দীপিকা পাড়ুকোন।এইবছরের অস্কার পুরুস্কার মঞ্চে অন্যতম উপস্থাপক ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
লো নেক কালো গাউনে মুগ্ধ বিশ্ব :
যিনি ‘নাটু নাটু’ গানের ঘোষণা করেন। (Deepika Padukone) অস্কারের রেড কার্পেটে কালো রঙের লো নেক গাউন পরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন দীপিকা, যা দেখে মুগ্ধ সকলেই।কালো রঙের লো-নেক গাউনে উন্মুক্ত বক্ষের একাংশ। গাউনের সঙ্গে ম্যাচ করে এদিন দীপিকা বেছেছিলেন কার্টিয়ারের হিরের গয়না সঙ্গে পোখরাজের নেকলেস, হাতে হিরের ব্রেসলেট ও আংটি।মেক-আপেও ছিল চমক। চোখে উইংড আইলাইনার, চুলে বাঁধা মেসি বান, ঠোঁটের ন্যুড লিপস্টিক- সবমিলিয়ে দীপিকার থেকে চোখ ফেরানো যাচ্ছিলো না ।
অস্কার মঞ্চে দীপিকার জলবা:
অভিনেত্রীর তাক লাগানো সাজ দেখে প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে।( Deepika Padukone ) অস্কারের মঞ্চে বিশ্ব খ্যাত তারকাদের মধ্যে দীপিকার সৌন্দর্যও তাক লাগিয়েছে সকলকে । বলি নায়িকাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত থেকে সহকর্মীরা। বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতও দীপিকার রেড কার্পেট লুকের প্রশংসা করেছেন তাতেই বোঝাযায় দীপিকার লুক কতটা ভাইরাল হয়েছে। বিশ্ব মঞ্চে ভারতের গৌরবের দিনে দীপিকার সৌন্দর্যও স্মরণীয় হয়ে থাকবে চিরন্তন একথা আর বলার অপেক্ষা রাখে না।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper