শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Atishi Marlena: দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, দিল্লি

Atishi Marlena: দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী
অতিশী মারলেনা-ফাইল চিত্র

অবশেষে (Atishi Marlena) জল্পনার অবসান। (Atishi Marlena) দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ বিকেলেই মুখ্যমন্ত্রী পদে আজই ইস্তফা দিতে চলেছেন কেজরিওয়াল। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন অতিশী। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করেছেন অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চান।সেইমতো পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে চলছিল জল্পনা।শেষ পর্যন্ত জল্পনার অবসান হল।মঙ্গলবার আম আদমি পার্টির নেতারা দিল্লিতে বৈঠক ডাকেন।সেই বৈঠকে ঠিক হয় দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাই হবেন নতুন মুখ্যমন্ত্রী।তাঁর নাম প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরির সিদ্ধান্তে সহমত পোষণ করেন সঞ্জয় সিং,মণিশ সিসোদিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।তাই দিল্লির কুর্সিতে এবার বসছেন মহিলা মুখ্যমন্ত্রী।এর আগে শীলা দীক্ষিত কংগ্রেসের তরফে দিল্লির মুখ্যমন্ত্রী হন।তাই দেশ আরও এক মহিলা মুখ্যমন্ত্রী পাচ্ছে।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।এবার দিল্লির মসনদে মহিলা মুখ্যমন্ত্রী বসায় নারীদের ক্ষমতায়ন বিস্তার লাভ করছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।