বলিউডের হট সেনসেশন দিশা পাটানি এই মুহূর্তে আবারও শিরোনামে রয়েছেন তাঁর হট এবং বোল্ড ফটোশ্যুটের জন্য। তিনি তাঁর বোল্ড ড্রেসে সব সময়েই নজর কাড়েন। সোশ্যাল মিডিয়ায় খুবই একটিভ এক ভিলেন২-র নায়িকা। প্রায় ই আকর্ষনীয় কিছু ছবি, ব্যায়ামের ভিডিও ও নিজের নাচের তালিমের ভিডিও পোস্ট করেন তিনি, যা দেখার জন্য মুখিয়ে থাকে তাঁর ভক্তরা। আরও একবার বোল্ড লুকে একটি সেক্সী শিয়ার বডিকন ড্রেসে ধরা দিয়ে ভাইরাল হলেন দিশাপাটানি।মালাঙ-অভিনেত্রী তাঁর ভক্তদের মুগ্ধ করতে কখনোই নিরাশ করেন না। নিজের দুঃসাহসী স্টাইল ট্রেন্ড কে বজায় রেখে ধরা দিলেন একটি বেইজ রঙের শিয়ার, সেক্সী বডিকন ড্রেসে। ছবি টি রবিবার তিনি তাঁর ইন্সটা তে পোস্ট করেন। ড্রেসে বুকের কাছে একটি কি- হোল ডিজাইনের ফাঁক দিয়ে তাঁর সুঠাম বক্ষ বিভাজিকা সমস্ত নজর ছিনিয়ে নিচ্ছে।গ্লসি লিপ শেড ও খুব সামান্য মেকআপে খুবই সুন্দর দেখাচ্ছে তাঁকে, পিঠে এলিয়ে পড়া ঢেউ খেলানো চুল নেশা ধরিয়ে দিতে বাধ্য। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, ভক্তদের মনেও আগুন লেগে গেছে নায়িকার এমন ছবি দেখে I দিনভর সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন অভিনেত্রী যে উপভোগ করছেন সেটা বলাই বাহুল্য I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper