Breaking News

Disha Patani: জন্মদিনে হটনেসের আগুন ঝড়ালেন দিশা পাটানি

দিশা পাটানি বলিউডের অন্যতম আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম। এই নায়িকা সৌন্দর্য দিয়ে তার ভক্তগনকে পাগল না করে দিয়ে একটি দিনও কাটান না। বি-টাউনের সবথেকে সেক্সি লুকের জন্য সবসময়ই নজরে থাকেন এই অভিনেত্রী। অভিনব ফটোশুট হোক বা তীব্র অনুশীলন হোক দিশা পাটানি তার আচরণে জনসাধারণকে মুগ্ধ করতে কখনই ব্যর্থ হননি ।আজ দিশা পাটানির ৩০ তম জন্মদিন। সেই মুহুর্তে তিনি সোশ্যাল মিডিয়ায় হট বিকিনিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলো পোস্ট করবার কিছুক্ষণের মধ্যেই তার অনুরাগীরা লাইক, কমেন্ট এবং শেয়ারে ভরিয়ে দিয়েছেন তার ছবিগুলোকে।দিশা পাটানি আজ তার ৩০ তম জন্মদিন স্টাইলের মাধ্যমেই উদযাপন করছেন। এই নায়িকা ২০১৬ সালে এম এস ধোনির বায়োপিকের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। সেই সিনেমাটির অর্থাৎ ধোনি: দ্য আনটোল্ড স্টোরি-র, ছবি এবং ভিডিও প্রায়ই ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি I ফিটনেস প্রেমী দিশা তার ভক্ত এবং অনুগামীদের সাথে তার ওয়ার্কআউটের দৃশ্যের ঝলক প্রায়শই শেয়ার করে থাকেন যেগুলো সবসময়ই ভাইরাল হয়। Iনেটিজেনরা সর্বদাই দিশা পাটানির জন্য পাগল। নায়িকা তার টোনড ফিগার এবং তার হট বিকিনি লুকের জন্য বহুল পরিচিত।দিশা বলিউডে ডেবিউ করার মাত্র কয়েক বছরের মধ্যেই প্রচুর ভক্ত অনুগামী পেয়েছেন। তার হটনেসের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে তার অসংখ্য অনুগামীরা। এখানেই নায়িকার করিশ্মা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।