দুর্গাপুজো হোল বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে শ্রেষ্ঠ উৎসব । ঘরে ফিরছে আমাদের আদরের উমা। গোটা বছর ভর এই দিনটার জন্য মুখিয়ে থাকে সারা পৃথিবীর বাঙালিরা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে পুজোর কাউন্টডাউন। দেবী দুর্গার আগমনে চারিদিকে যেন সাজো সাজো রব। পুজো নিয়ে বরাবরই বাঙালির একটা টানটান উত্তেজনা রয়েছে। মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা দিয়েই দুর্গাপুজোর শুভারম্ভ। ইতিমধ্যেই সাদা কাশফুল জানান দিচ্ছে মা আসছে। সারা কলকাতা আলোতে সেজে উঠছে। এই বছর দুর্গাপুজো যেন বাঙালির কাছে একটু বেশি বাড়তি পাওনা। কারণ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। তা যেমন বড় গর্বের তেমন আনন্দেরও বটে। করোনাকালে মহাসঙ্কট কাটিয়ে ফের ছন্দে ফিরেছে আট থেকে অষ্টাদশী। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে।প্যান্ডেল থেকে ঠাকুর, পুজোর থিম থেকে লাইটিং সবকিছুর প্রস্তুতিই এখন তুঙ্গে। কোন পুজোর কী থিম তা জানতেও মুখিয়ে রয়েছেন সকলেই। অন্যদিকে কোন পুজো উদ্ধোধন করতে কোন তারকারা আসছেন তা নিয়ে প্রতিযোগিতা চলছে জোরকদমে। আর যে প্যান্ডেলে যত বড় নামী মুখ সেই প্যান্ডেলের ভিড়ও তত বেশি। প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে সকলেই ভিড় জমান পুজো মন্ডপে। তবে যে তারকার জনপ্রিয়তা যত বেশি, সেই তারকার পারিশ্রমিকও ততটাই বেশি। দুর্গাপুজো উদ্ধোধনের জন্য কেউ লক্ষ টাকা নিচ্ছেন তো কেউ আবার হাজারের গন্ডিতেই সীমাবদ্ধ। তবে এই পারিশ্রমিকের অঙ্কটা যেন দিনদিন বেড়েই চলেছে। সিরিয়াল হোক সিনেমা তারকাদের পারিশ্রমিকের অঙ্কটা এখন সমানে সমানে উর্ধমুখী। জি বাংলা খ্যাত জনপ্রিয় সিরিয়ালের নায়িকা মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডুকে দিয়ে অনেকেই পুজোর উদ্বোধন করাতে চাইছেন। পাশাপাশি ছোটপর্দার আরও অন্যান্য জনপ্রিয় মুখ যেমন ঋষি সেন ওরফে শন বন্দ্যোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, শোলাঙ্কি রায়, গৌরব রায়চৌধুরী সহ অন্যান্য টেলি তারকাদেরও চাহিদা তুঙ্গে। কয়েক বছর আগের চিত্রটা কিন্তু এমন ছিল না। বিগ বাজেটের পুজোয় সর্বদাই বড় পর্দার তারকাদেরই বেশি চাহিদা ছিল। তবে তারা এখন অনেকটাই ব্যস্ত। কেউ সাংসদ তো কেউ কোনও না কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তাই পুজো উদ্বোধনে তারা একটু কমই যুক্ত হচ্ছেন। গত দুই বছরের অতিমারিতে চিত্রটা বদলে গিয়েছে। ছোটপর্দার তারকাদেরও বেশ জনপ্রিয়তা বেড়েছে। শুধু তাই নয় পুজো কমিটি গুলোও তাদের দিয়ে পুজোর শুভারম্ভ করাতে চাইছে। ছোটপর্দার তারকারা পুজো উদ্ধোধনে কত টাকা পারিশ্রমিক হাঁকালেন তা জানলে চমকে যাবেন। রইল তালিকা।দুর্গাপুজো উদ্ধোধনে টলি অভিনেতা শন ব্যানার্জি- এর পারিশ্রমিক সবচাইতে বেশি। পুজোর ফিতে কাটতে ১ লক্ষ টাকা নেন শন ব্যানার্জি। সকলের প্রিয় মিঠাই রানি পুজো উদ্ধোধনের জন্য ৮৫ হাজার টাকা পারিশ্রমিক নেন। প্রিয় রানিমা দিতিপ্রিয়া রায় পুজোর ফিতে কাটতে নেন ৭০ হাজার টাকা। খড়ি অভিনেত্রী শোলাঙ্কি রায় পুজো উদ্ধোধনের জন্য সম্ভাব্য পারিশ্রমিক নেন ৪৫ হাজার টাকা। ধুলোকণা খ্যাত অভিনেত্রী মানালি দে এবং ইন্দ্রাশিস রায়ও পুজো উদ্ধোধনের জন্য সম্ভাব্য পারিশ্রমিক নেন ৪৫ হাজার টাকা। চিঠি অভিনেত্রী ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায় পুজোর ফিতে কাটতে নেন ৪৫ হাজার টাকা। অভিনেতা প্রতীক সেন পুজো উদ্ধোধনের জন্য সম্ভাব্য পারিশ্রমিক নেন ৪০ হাজার টাকা। মন ফাগুনের সৃজলা পুজোর ফিতে কাটতে নেন ৩৫ হাজার টাকা। গাটছড়া খ্যাত অভিনেতা গৌরব পুজো উদ্ধোধনের জন্য সম্ভাব্য পারিশ্রমিক নেন ৩০ হাজার টাকা। সব মিলিয়ে পুজো যে জমে উঠেছে সেটা আর বলতে হবে না I
Tags kolkata
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper