শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

কল সেন্টারের নামে প্রতারণার ফাঁদ ডোমজুড়ে

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

DOMJUR: কল সেন্টারের নামে প্রতারণার ফাঁদ ডোমজুড়ে domjur-fraud-traps-in-the-name-of-call-centers-are-all-over-the-dome-westbengal-domjur-india-howrah-eiyugকল সেন্টারের নামে প্রতারণার ফাঁদ। প্রথমে আটক করা হয় পঞ্চাশ জনকে। তাদের মধ্যে বেশ কিছুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কে সংলগ্ন এলাকায় । জানা গিয়েছে শুক্রবার রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এই অভিযান চালিয়ে পঞ্চাশ জনকে আটক করে। গোয়েন্দা বিভাগের কাছে তথ্য ছিল যে এখানে কল সেন্টারের নামে প্রতারণা চলছিল । জানা গিয়েছে ব্যাঙ্কে টাকা পাইয়ে দেবার নাম করে মানুষের অর্থ হাতিয়ে নেবার প্রতারণা চলছিল দীর্ঘদিন ধরে। তারা এখানে একটি ঘর ভাড়া নিয়ে এই প্রতারণার ফাঁদ পেতেছিল। শুক্রবার রাতে গোপন অভিযান চালিয়ে এই পঞ্চাশ জনকে ধরা হয়। এরা প্রত্যেকেই এই অফিসের কর্মী বলে জানা গিয়েছে । ধৃতদের আজ শনিবার হাওড়া আদালতে তোলা হবে। জানা গিয়েছে এই কল সেন্টারের আসল পান্ডাকে ধরার জন্য এবং এদের সঙ্গে আর কারোর যোগ আছে কিনে তা জানতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেবার আবেদন করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।