এপ্রিল মাসের এক তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে তৃতীয় দফার দুয়ারে সরকার শিবির (Duare Sarkar)। এই উপলক্ষ্যে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক প্রশাসন শুক্রবার ব্লক জুড়ে ট্যাবলো সহ বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দুয়ারে সরকার শিবিরের প্রচার করলো। কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার জানান দুয়ারে সরকার শিবিরে (Duare Sarkar) বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করা যাবে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দুয়ারে সরকার শিবির থেকে সাধারন মানুষ গ্রহণ করতে পারবেন। ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিন শিবির বসবে। সাধারন মানুষ যাতে এই শিবির থেকে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহনে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই প্রচার। প্রচারে কন্যাশ্রী বালিকারা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, সাধারন মানুষ এবং নির্বাচিত জন প্রতিনিধিরা অংশ গ্রহন করেছেন। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, বিডিও মিহির কর্মকার, সহ ব্লক প্রশাসনের আধিকারিকগন শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। ব্লকের বিভিন্ন লোক সঙ্গীত ও লোক নৃত্য গোষ্ঠীর শিল্পীরা তাদের লোক সঙ্গীত ও লোকনৃত্য পরিবেশন করেন এদিনের প্রচার কর্মসূচীতে।
Duare Sarkar: ট্যাবলো সহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দুয়ারে সরকার শিবিরের প্রচার ব্লক প্রশাসনের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার