Breaking News

TMC: একশ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সাক্ষর সংগ্রহ অভিযান তৃণমূলের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার ও কোচবিহার (TMC) জেলা জুড়ে শুরু হলো একশ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি। (TMC) উল্লেখ্য চব্বিশে এপ্রিল তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ‘র সূচনা করে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার রাজ্যের একশ দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছে।TMC: একশ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সাক্ষর সংগ্রহ অভিযান তৃণমূলের

সেই টাকা আদায়ের জন্য একশ দিনের কাজ করে যারা টাকা পাননি রাজ্য জুড়ে তাদের এক কোটি সাক্ষর সংগ্রহ করে সাক্ষর সম্বলিত বকেয়া টাকার আবেদন নিয়ে তিনি দিল্লীতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী ‘ র নিকট দরবার করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এই ঘোষণা অনুসারে বুধবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এই সাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করা হয়। আলিপুরদুয়ারে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি শুরু করা হয় আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল এর নেতৃত্বে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা ও ব্লক নেতৃত্ব । অপরদিকে কোচবিহারের চিল্কিরহাট গ্রাম পঞ্চায়েতের চারটি বুথে সাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয় তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর নেতৃত্বে। জানা গেছে দুই জেলায় মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।