

আগামী সোমবার হাওড়ার ১৫ লক্ষাধিক (election) নির্বাচক এবং উলুবেড়িয়ার প্রায় ১৬ লক্ষ নির্বাচক পঞ্চম দফা লোকসভা নির্বাচনে হাওড়া সদর ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করতে চলেছেন।(election) তার আগে শনিবারই ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। এই দিন সকাল থেকেই সকল রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা আদা জল খেয়ে নির্বাচনী প্রচারের ময়দানে অবতীর্ণ হন। তবে এদিন কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনও বড় কর্মসূচি গ্রহণ করা হয়নি। এদিন মূলত জনসংযোগ রক্ষার মধ্যে দিয়েই বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে নির্বাচনী প্রচার সারা হয়। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা আসন্ন নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ এদিন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের মালপাড়া ও খলিসানি এলাকায় জনসংযোগ রক্ষা করার মধ্যে দিয়ে তাঁর নির্বাচনী প্রচার করেন। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক বিদেশ রঞ্জন বসু, হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। অপরদিকে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের গত তিনবারের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও এদিন জনসংযোগ রক্ষা করাটাকেই বেশি গুরুত্ব দেন। এদিন সকালে হাওড়ার লিলুয়া আর ডি মল সংলগ্ন এলাকায় বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তীর সমর্থনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এক পথযাত্রার আয়োজন করা হয়। সেখান থেকে তিনি হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তীকে ভোট দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ রাখেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper