ডুয়ার্সের (Elephant ) চাপরামারি অভয়ারন্যের ভেতর মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল গর্ভবতী হাতির। (Elephant ) দুর্ঘটনা এতটাই মর্মান্তিক যে, ট্রেনের ধাক্কার গর্ভবতী হাতির পেট থেকে শাবক বেরিয়ে আসে। বন্যপ্রাণ বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, আলিপুরদুয়ারের দলগাওঁ থেকে ডলোমাইট বোঝাই ট্রেন ডুয়ার্স দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল জঙ্গলপথে। বুধবার রাত আড়াইটে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যে হস্তী শাবকটি মা হাতির পেট ফেটে বেড়িয়ে এসেছে, তা আগামী ২৪ ঘণ্টায় মা হাতিটি প্রসব করতো বলে রাজেন্দ্র জাখরের ধারণা।
জানা গিয়েছে, জঙ্গলপথে মালবাহী ট্রেনের বেশ ভালোই গতি ছিল। ধীরে চালানোর কোনও নির্দেশিকা মানা হয়নি রেল দপ্তরের থেকে। বর্তমানে রেলের ও বনদপ্তরের আধিকারিরেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। পূর্বেও রেল দুর্ঘটনায় হাতির মৃত্যু হয়েছে এই এলাকায়। বিষয়টি নিয়ে পরিবেশপ্রেমী সংগঠন থেকে শুরু করে বন দপ্তর ও রেল দপ্তরের আলোচনাও হয়েছে বেশ কয়েকবার। পরবর্তীতে রেলের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল জঙ্গল এলাকায় বিশেষ করে এলিফ্যান্ট করিডোরে ট্রেন সর্বনিম্ন গতিতে চলবে। কিন্তু এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় রেল দপ্তরের গতিবিধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper