ফালাকাটা (Elephant) ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের দলমনি ডিভিশনের কলি নদীর সংলগ্ন এলাকা থেকেএক হস্তী শাবকের মৃত দেহ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে ওই হস্তী শাবকের মৃতদেহ উদ্ধার করেন দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। এক সপ্তাহ খানেক আগে শাবকটির জন্ম হয়েছিল বলে অনুমান বন দফতরের। তবে কি কারনে হস্তি শাবকের মৃত্যু হলো তা এখনও অজানা।ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ বলে জানিয়েছে বনদপ্তর।
Elephant: হস্তি শাবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper