শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Elephants: দুই শাবক নিয়ে বনে ফিরলো দুই হাতি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Elephants: দুই শাবক নিয়ে বনে ফিরলো দুই হাতি অবশেষে আলিপুরদুয়ার (Elephants) এক নম্বর ব্লকের দক্ষিন পাইটকাপাড়া গ্রাম পঞ্চায়েতের সিরুবাড়ি এলাকায় একটি বাঁশ ঝাড়ে আশ্রয় নেওয়া দুটি শাবক সহ দুটি বড় হাতি নিরাপদেই ফিরে গেলো জঙ্গলে। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে এলাকায় হানা দেয় চৌদ্দটি বুনো হাতি। এদের মধ্যে দশটি হাতি রাতেই জঙ্গলে ফিরে যায়। দুটো শাবক সহ মা হাতি ও তার সঙ্গী আরেকটি হাতি আশ্রয় নেয় এলাকার একটি বাঁশ ঝাড়ে। জানা গেছে ভোর রাতে জঙ্গলে ফেরার সময় ছোটো শাবকটি নদীর কাদামাটিতে আটকে পড়ে। মা হাতি ও তার সঙ্গী হাতিটি শাবকটিকে কাদা মাটি থেকে উদ্ধার করে, কিন্তু শাবকটি খুব শ্রান্ত ক্লান্ত হয়ে যায়। শাবকটিকে বিশ্রাম দেবার জন্যই তারা বাঁশ ঝাড়ে আশ্রয় নেয়। হাতিগুলিকে বাঁশ ঝাড়ে আশ্রয় নিতে দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় পৌঁছান বন কর্মী ও আলিপুরদুয়ার থানার পুলিশ কর্মীরা। তারা জন সাধারনকে বাঁশ ঝাড়ের আশপাশ থেকে সরে যেতে বলেন ও অযথা ভীড় না করতে পরামর্শ দেন। পাশাপাশি মাইকে প্রচার করতে থাকেন হাতিগুলিকে বিরক্ত না করতে। বন কর্মী ও পুলিশ কর্মীরা শুক্রবার সকাল থেকে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন কখন মা হাতি ও অন্যরা জঙ্গলে ফিরবে। এদের জঙ্গলে ফেরার জন্য প্রয়োজন নিরিবিলি পরিবেশ। অবশেষে শনিবার সন্ধ্যায় হাতিগুলি নির্বিঘ্নে ফিরে গেলো জঙ্গলে আর শেষ হলো বন কর্মী ও পুলিশ কর্মীদের ধৈর্যের অপেক্ষা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।