Breaking News

Falakata: ছয় মাস ধরে বেতন পাচ্ছেননা শিক্ষক শিক্ষিকারা, সমস্যা সমাধানে সভাধিপতি ও জেলাশাসককে আবেদন

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Falakata: ছয় মাস ধরে বেতন পাচ্ছেননা শিক্ষক শিক্ষিকারা, সমস্যা সমাধানে সভাধিপতি ও জেলাশাসককে আবেদনআলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের চৌত্রিশ জন শিক্ষক শিক্ষিকা গত এপ্রিল মাস থেকে তাদের বেতন পাচ্ছেননা। সমস্যা সমাধানের আবেদন নিয়ে তারা মঙ্গলবার কথা বলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার এবং আলিপুরদুয়ার এর জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা ‘র সাথে। সভাধিপতি ও জেলাশাসক তাদের সাথে কথা বলে জানান কেন তারা বেতন পাচ্ছেননা সে বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।