বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। ছোট বয়সেই প্রেম থেকে বিবাহ নিয়ে শিরোনামে রয়েছেন আমির খান। এবারও ২৭ বছরের ছোট ফতিমার সঙ্গে আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন শুরু হয়েছে ।’দঙ্গল’ ছবির শুটিংয়ের সময় থেকেই হাঁটুর বয়সী মেয়ে ফতিমার প্রেমে পড়েন আমির খান। তখন থেকেই গুঞ্জনের সূত্রপাত। শুধু তাই নয়, এই কারণেই নাকি দ্বিতীয় বিয়ের ইতি টেনেছেন আমির খান। যা নিয়ে আলোচনা, বিতর্ক কম হয়নি।চলতি বছরে দ্বিতীয় বিয়ে ভাঙার সিদ্ধান্তের খবরে সকলকে অবাক করে দিয়েছিলেন আমির খান ও স্ত্রী কিরণ রাও। গত জুলাই মাসের শুরুতেই এক বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দিয়েছিলেন বিবাহবিচ্ছেদের কথা। কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদের মধ্যেই ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া।দঙ্গল গার্ল ফতিমার জন্যই নাকি ঘর ভেঙেছে আমির-কিরণের। একটা সময়ে আমির ও ফতিমার বিয়ের খবরেও উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও সম্পর্ক নিয়ে স্পিকটি নট আমির ও ফতিমা। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আমির খানের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন ফতিমা সানা শেখ।সম্প্রতি ফতিমার নয়া পোস্টে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন খুব শীঘ্রই তৃতীয় বিয়েটাও সেরে ফেলবেন আমির খান। নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন ফতিমা। যার ক্যাপশনে লিখেছেন, ‘নট বাধব না বাধব না’, সেটাই আসল প্রশ্ন।ফতিমার এই নট কি লেহেঙ্গার ব্লাউজের নাকি আমিরের সঙ্গে গাঁটছড়া তা নিয়েই জল্পনা তুঙ্গে। ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে একটি ডিজাইনার ব্লাউজ পরেছেন ফতিমা। ভিন্টেজ এক গাড়ির সামনে দাঁড়িয়েই পোজ দিয়েছে ফতিমা। যেখানে দেখা যাচ্ছে ব্লাউজের পিঠের কাছটা পুরোটাই খোলা।ফতিমার এই ছবি ভাইরাল হতে একটুও সময় লাগেনি। লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বি টাউন এখন এই খবর নিয়ে সরগরম I
Tags Amir Khan Fatima Sana Shaikh
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper