ফতিমা সানা শেখ ভারতীয় দর্শকদের কাছে দঙ্গল গার্ল নামেও পরিচিত। আসলে এই অভিনেত্রী দঙ্গল সিনেমায় অসাধারণ সুন্দর অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন । ফ্যানদের সাথে যুক্ত থাকার জন্য তিনি প্রতিদিন ইন্টারনেটে কিছু না কিছু পোষ্ট করে থাকেন।তবে সম্প্রতি সাহসী পোজে ফটোশুট করে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন এই অভিনেত্রী। ভাইরাল ছবিতে একটি সাদা শর্ট ড্রেস পরেছেন তিনি। তাঁর আঁটোসাঁটো ড্রেসে শরীরী ভাঁজ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। নিজের লুক কমপ্লিট করার জন্য হালকা মেকআপ ও চুল খুলে রেখেছেন তিনি।ফটোশুটের ছবিতে ফাতিমা সানা শেখকে যে হটবোম্ব লাগছিল, তা বলার অপেক্ষা রাখে না। এই নায়িকার নিখুঁত ফিগারে চোখ আটকে গিয়েছে বেশিরভাগ পুরুষ অনুরাগীদের। বলাবাহুল্য অভিনেত্রী ছবি পোস্ট করার সাথে সাথেই তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে নেটিজেনরা। অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিভিন্ন ধরনের কমেন্টস দিয়ে ফ্যানেরা সোশ্যাল মিডিয়া তোলপার করে তুলেছে।