ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে উঠছে পশ্চিমবাংলা। এই ধরনের ধর্ষনের ঘটনা আগে কোনওদিন টিটাগড়ে কোনদিন ঘটে নি। শনিবার সন্ধেয় টিটাগড় থানার সামনে বিক্ষোভে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, ধর্ষনের ঘটনায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আরমান মণ্ডলের ভাই জড়িত । টিটাগড়ে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এখানে পুলিশের বিরোধিতা করলেই ওরা লাঠি চার্জ করে। আর চোরদের বাঁচাতে ওরা খুব সক্রিয় ভূমিকা পালন করে। গার্গীর দাবি, বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী। তবুও এখানে মেয়েদের নিরাপত্তা দিতে পারে না। এদিন সিপিআইএমের নেতা-কর্মীরা মিছিল করে টিটাগড় থানার সামনে জমায়েত হয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। বিক্ষোভ শেষে চারজনের প্রতিনিধি দল টিটাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেয়।
Gargi Chatterjee: ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ দাবি বামনেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর