Breaking News

Ricky Kej GRAMMY AWARD WINNER : গ্র্যামি জিতে ইতিহাস ভারতীয় বংশোদ্ভূত রিকি কেজের

আমেরিকার লাসভেগাসে সদ্য অনুষ্ঠিত হল ৬৪ -তম গ্র্যামি অ্যাওয়ার্ড। আর এই গ্র্যামির মঞ্চেই দ্বিতীয়বারের জন্য গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় মিউজিশান রিকি কেজ। গ্র্যামির মঞ্চে এবারেও সেরার মুকুট উঠল দুই ভারতীয়র। লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনা সাক্ষী থাকল সেই বিশেষ মুহূর্তের। ভারতের জাতীয় পতাকা উড়ল বিশ্বের সেরা সঙ্গীতের মঞ্চে । এই নিয়ে দ্বিতীয়বারের জন্য গ্র্যামি পুরস্কার জিতে নিলেন  ভারতীয় মিউজিশান রিকি কেজ। বেস্ট নিউ এজ অ্যালবাম বিভাগে নিজের নতুন অ্যালবাম ‘ডিভাইন টাইডস’-এর জন্য রক লেজেন্ড স্টুয়ার্ট কোপেল্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন রিকি কেজ। এবার সেই অ্যালব্যামের হাত ধরেই দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতলেন রিকি কেজ।গ্র্যামি পুরস্কার জয়ী রিকি কেজকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগামী দিনের পথচলা যেন আর ভাল হয় তার জন্যও অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর থেকে শুভেচ্ছা পেয়ে রীতিমতো আপ্লুত রিকি কেজ। টুইটারে  প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া জানাতে তিনি টুইটে লিখেছেন,  ‘আমি বাকরুদ্ধ! খোদ মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়ে। ধন্যবাদ নরেন্দ্রমোদি জি, আমি আশা করি আমি আপনাকে গর্বিত করেছি।  ৭ বছর আগে যখন আমি আমার প্রথম গ্র্যামি পুরস্কার জিতেছিলাম তখন আপনি আমাকে পরিবেশ সচেতনতায়  মানুষের  পাশে দাঁড়াতে পথ দেখিয়েছিলেন, এবং আমি আজ এখানে আছি আপনার আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ ‘।
রিকির এই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।