হালিশহরে বন্ধ স্কুলের ক্লাসরুমে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ালো। বৃহস্পতিবার বেলায় হালিশহর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাসবাটি গভমেন্ট কলোনি জুনিয়র হাই স্কুলের একটি ক্লাস রুমে আচমকা আগুন দেখতে পান স্থানীয়রা। আগুনে ক্লাসরুমের অনেকগুলো বেঞ্চ পুড়ে গিয়েছে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। অভিযোগ, সন্ধের পর থেকেই নেশারুরা ওই বন্ধ স্কুলের ঘরগুলিতে আশ্রয় নেয়। ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস দেখায় না। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে হালিশহর পুরসভার উপ-পুরপ্রধান শুভঙ্কর ঘোষের প্রতিক্রিয়া, ছাত্রের অভাবে চার বছর ধরে বন্ধ ওই স্কুলটি। এলাকার কিছু ছেলে ওখানে নেশাভান করে। প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
Halisahar: হালিশহরে বন্ধ স্কুলের ক্লাসরুমে আগুন
রিপোর্ট : বিশ্বজিৎ সরকার , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper