হালিশহর খাসবাটি গঙ্গার পাড়ে ২৮ কাঠা জমি হাতানোর চেষ্টার অভিযোগ উঠেছে ধৃত রাজু সাহানির বিরুদ্ধে। অভিযোগ, একমাস আগে দলবল নিয়ে ওই জমি দখলের চেষ্টা করেছিল রাজু সাহানি। বাধা পেয়ে পরিবারের লোকজনের ওপর ওরা হামলা চালিয়েছিল। কিন্তু রাজু সাহানি প্রভাবশালী হওয়ায় বীজপুর কিংবা হালিশহর থানা অভিযোগ নিতে চায় নি। যদিও পুলিশের পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী কিশোর তেওয়ারি দাবি করেন, ২০০৬ সাল থেকে ওই ২৮ কাঠা জমি দখলের চেষ্টা করছে সাহানি পরিবার। বামআমলে লক্ষ্মণ সাহানি দখলের চেষ্টা করেছিল। তখন বাবা অশোক তেওয়ারি তা রুখে দেয়। একবছর আগে বাবার মৃত্যু হয়েছে। আর লক্ষ্মণ সাহানির পুত্র রাজু সাহানি এখন পুরপ্রধান। সেই প্রভাব খাটিয়ে ফের জমি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ কিশোর তেওয়ারি। তবে রাজুর গ্রেপ্তারের পরই মুখ খুলতে শুরু করেছেন হালিশহরের মানুষজন।
Halisahar: হালিশহরে ২৮ কাঠা জমি হাতানোর চেষ্টার অভিযোগ ধৃত রাজুর বিরুদ্ধে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর