হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা। ইতিমধ্যে গত জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হাওড়া পুরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৩। তাই এবারে দুর্গা পুজোয় হাওড়া পুরসভার স্বাস্থ্য ও সাফাই কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । আজ এক সাংবাদিক সম্মেলনে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছিল তার থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছে চলতি সপ্তাহের স্বাস্থ্য রিপোর্টে । যেখানে সপ্তাহে আক্রান্তের সংখ্যা একশোরও বেশি ছিল চলতি সপ্তাহে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ৩৬ । তবে পুরসভার লক্ষ্য সংখ্যাটা শূন্যে নিয়ে আসা। তাই এই বছর পূজোয় স্বাস্থ্য ও সাফাই কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। এছাড়াও পুরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্তে সাফাই অভিযানের সঙ্গে একাধিক ফিভার ক্লিনিক খোলা হয়েছে । এছাড়াও শহর জুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে আড়াই হাজারেরও বেশি ফ্লেক্স ও হোডিং লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা । প্রয়োজনে সংখ্যাটা বাড়ানো হবে । গোটা প্রক্রিয়া চলবে আগামী নভেম্বর মাস পর্যন্ত । সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনাই এখন পুরসভার কাছে প্রধান চ্যালেঞ্জ।
Howrah: ডেঙ্গুর প্রকোপে পুজোর ছুটি বাতিল হাওড়া পুরসভার স্বাস্থ্য ও সাফাই কর্মীদের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper