এই মুহূর্তে বলিউডের অন্যতম হট নায়িকা হিনা খান ও পূজা হেগরে। দুজনের তাদের সিনেমার প্রচুর কাজ নিয়ে ব্যাস্ত। তবে তার মধ্যেও সময় পেলেই দুজনই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করেন । এই দুই নায়িকাই ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২- এ অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে এই দুই হট ডিভা একই রঙের পোশাকে ছবি দিয়েছে।সোশ্যাল মিডিয়া তে । সেই ছবি সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছড়িয়েছে নিজের মত করে। দুই নায়িকার সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে, যারা প্রতি মুহূর্তে চাতকের মতন অপেক্ষা করে থাকে কখন তাঁরা ছবি পোস্ট করবেন।
পূজা ও হিনা দুজনেই হলুদ রঙের পোশাকে সকল কে তাক লাগিয়েছেন । কেউ কারো থেকে কম যায়না। দর্শক রা কাকে ছেড়ে কাকে দেখবেন। কারুর দিক থেকেই যে নজর ফেরানো যাচ্ছে না। তাঁদের এই নতুন ছবি দুটি সকলের চোখ টেনেছে। পূজা হলুদ রঙের নি- লেন্থ ড্রেসটির সাথে যখন হলুদ কালো ডোরা-কাটা জ্যাকেট বেছে নিয়েছেন, তখন হিনা একটি হলুদ রঙের থাই স্লিটেড গাউন কে বেছে নিয়েছেন, সেখানে তাঁর পিঠ এবং পায়ের দীর্ঘ্য অংশ দৃশ্যমান।এক্সেসরিজ বা গয়না বলতে পূজা একটি সোনার চেন, কোমরে একটি কালো রঙের বেল্ট, এবং একটি কালো রঙের সানগ্লাসের সাথে স্টাইলিং করেছেন। অন্যদিকে হিনা আবার এক জোড়া মুক্তোর দুল ও খুব স্বল্প মেকআপে জাস্ট গোল্ডেন-শিমারি আইশ্যাডো, এবং মেসি বান বা অগোছালো খোঁপা তে নিজের লুক কমপ্লিট করেছেন। তাঁর ঠোঁটে ডিপ মেরুন লিপি কালার এক আলাদাই গ্ল্যাম তৈরি করেছে। ছবি গুলি পোস্টের পর অসংখ্য কমেন্ট, লাভ ও ফায়ার ইমজি তে উপচে পড়ছে তাঁদের প্রোফাইল। দুজনেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper