আজ লিলুয়া থানাতে নববর্ষের প্রাক্কালে এবং আগামীকাল বড়দিনের উৎসব শুরুর আগে প্রায় বিগত দিন থেকে আজ কে নিয়ে ১০০ জন মানুষের মুখে হাসি ফোটালেন লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় শ্রীবাস্তব মহাশয়। এবং আগামীকাল ২৫শে ডিসেম্বর ভগবান যীশুর জন্মদিন উপলক্ষে আগাম মিষ্টিমুখ ও শান্তার টুপি দিয়ে প্রায় হাজার জন শিশুদের হাতে তুলে দিলেন উপহার এই উপহার পেয়ে শিশুরা বেজায় খুশি ও আপ্লুত তার পাশাপাশি যেহেতু বড়দিনের আগের দিন এই অনুষ্ঠান করা হলো সেই কারণে যেসব মানুষ জন চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফেরত নিতে আসলেন তাদেরও কেক খাইয়ে মিষ্টিমুখ করানো হলো লিলুয়া থানার পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ হাওড়া ওয়ানের এসিপি আব্দুল গাফফার মহাশয় তিনি জালালের হাওড়ার প্রত্যেক থানার থেকেই এরকম অনুষ্ঠান করে হারানো ও চুরি যাওয়া মোবাইল মানুষের হাতে তুলে দেওয়া হয়। লিলুয়া থানা তার ব্যতিক্রম নয়। এর আগেও লিলুয়া থানা এরকম উদ্যোগ নিয়ে হারানো মোবাইল ফেরত দিয়েছেন মানুষের হাতে আগামীকাল যেহেতু ২৫শে ডিসেম্বর ক্রিসমাস ডে এবং সামনেই নববর্ষ তাই এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে মিষ্টিমুখ করিয়ে কচিকাঁচাদের হাতে উপহার তুলে দিয়ে এবং হারানো মোবাইল ফোন সঠিক ব্যক্তিদের হাতে তুলে দিতে পাড়াকে কেন্দ্র করে তিনি লিলুয়া থানা কে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করলেন এবং আগামী দিনে মানুষের সেবায় লিলুয়া থানা এবং তিনি ব্যক্তিগতভাবে নিজে সদা সর্বদা মানুষের পাশে থাকবেন বলে জানালেন এসিপি আব্দুল গাফফার মহাশয় ।যেসব মানুষগুলো দু’বছর তিন ও বছর পর চুরি যাওয়া হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলি ফেরত পেলেন এই নিয়ে তারা লিলুয়া থানার সমস্ত পুলিশ কর্মীকে দুহাত ভরে আশীর্বাদ করলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন তারা যেন সদা সর্বদা এভাবেই মানুষের সেবা করতে পারেন এবং সুস্থ সবল থাকেন বলে জানালেন মোবাইল ফেরত পাওয়া মানুষজনেরা।
Howrah: নববর্ষের প্রাক্কালে মানুষের মুখে হাসি ফোটালেন লিলুয়া থানা
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper