Breaking News

Fire Domjur: ডোমজুড়ের কাটলিয়ায় বহুতলে আগুন

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Fire Domjur: ডোমজুড়ের কাটলিয়ায় বহুতলে আগুনআজ ২৫শে ডিসেম্বর ক্রিসমাস এর দিন সকালে ডোমজুড় থানার অন্তর্গত কাটলিয়া গ্রামে ঘনবসতি এলাকায় পাঁচতলা বহুতলের এর উপর তৈরি করা ছিল একটি মোবাইল টাওয়ার । ওই বহুতলের ছাদের উপরেই ছিল ওই টাওয়ারের ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি একটি ঘর ।সকাল বেলা পথ চলতি মানুষ হঠাৎ দেখতে পান ওই বহুতলের ছাদে দাউদাউ করে জ্বলছে আগুন তখন মানুষ ওই বিল্ডিং এর ছাদে উঠে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুন কিছুতে আয়ত্তে আসছে না দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলে খবর দেওয়ার পর বেশ কিছুক্ষণের মধ্যেই ঘটনার স্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও ডোমজুড় থানার পুলিশ। আগুন লাগার কারণে বিশাল টাওয়ার টি না ভেঙে পড়ে এলাকার মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ওই টাওয়ারটি কে ঘিরে ।দমকলের আপ্রাণ চেষ্টা তে ধীরে ধীরে আগুন আয়ত্তে আসলেও ইলেকট্রনিক যন্ত্রপাতির ঘরটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। আগুন আয়ত্তে আনার পর এলাকার সাধারণ মানুষ নিশ্চিন্ত হন । তবে এলাকাবাসীর অভিযোগ এ ধরনের মোবাইল টাওয়ার কি করে এই ঘনবসতির মধ্যে প্রশাসন বসাতে দিলেন সেই নিয়ে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।