হাতে আর কয়েকঘণ্টা , তারপরই ২০২৬ আসবে ।(Howrah) নতুন বছর শুরুর আগেই কনকনে শীতে কাবু রাজ্যের বিভিন্ন জেলায় মানুষ। কোথাও আবার হালকা বৃষ্টি ও দেখা গেছে । পিছিয়ে নেই হাওড়া শহর । বছরের শেষ দিনেও কনকনে ঠান্ডায় কাবু হাওড়াবাসী । ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রার পারদ ক্রমশই কমছে। আজ ৩১ শে ডিসেম্বর বুধবার, বছরের শেষ দিনের সকাল এ ঠান্ডা থাকলেও রাতের দিকে পারদ নামলো হাওড়া শহরে ১৬ ডিগ্রি তে ।বছরের শেষ দিনের রাতে যে অনান্য জেলার মতো হাওড়া জেলাও কনকনে শীতে হবে কাবু বলাই বাহুল্য।
Howrah: নতুন বছর শুরুর আগেই কাঁপছে হাওড়া শহর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper